একজন সফল ব্যাক্তি ও ব্যার্থ ব্যাক্তির মধ্যে পার্থক্য


সফল ব্যাক্তিঃ সর্বদা সমাধানের পথ দেখায়।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা সমস্যার কথাই ভাবে।

সফল ব্যাক্তিঃ সর্বদা প্রোগ্রাম করে বেড়ায়।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা ক্ষমা চেয়ে নিজেকে গুটিয়ে রাখে।

সফল ব্যাক্তিঃ আপনার জন্য কিছু করতে চায়।
ব্যার্থ ব্যাক্তিঃ আপনার জন্য কিছু করা “ওটা তার কাজ নয়” এই বলে বেড়ায়।

সফল ব্যাক্তিঃ প্রতিটি সমস্যার সমাধান সে জানে।
ব্যার্থ ব্যাক্তিঃ প্রতিটি সমাধানকে সে সমস্যা মনে করে।

সফল ব্যাক্তিঃ কঠিন কিছুর সম্ভাব্য সমাধান দিতে পারে।
ব্যার্থ ব্যাক্তিঃ কোন সম্ভাব্য কিছুকেও কঠিন মনে করে।

সফল ব্যাক্তিঃ সর্বোচ্চ চেষ্টা করে।
ব্যার্থ ব্যাক্তিঃ খুব কম চেষ্টা করে।

সফল ব্যাক্তিঃ প্রতিটি বালিয়াড়ির পাশে সবুজ ঘাস দেখতে পায়।
ব্যার্থ ব্যাক্তিঃ প্রতিটি সবুজ ঘাসের পাশে ২/৩ টি বালিয়াড়ি দেখে।

সফল ব্যাক্তিঃ উন্নতি সাধনে ক্রমাগত সাধনায় ব্রতী হয়।
ব্যার্থ ব্যাক্তিঃ যে কোন কিছুকে উপেক্ষা করে।

সফল ব্যাক্তিঃ সর্বদা সমস্যার কারণগুলো খুঁজে ও সমাধান করে।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা সমস্যার জন্য কাউকে না কাউকে দায়ী করে।

সফল ব্যাক্তিঃ উন্নতি সাধনে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়।
ব্যার্থ ব্যাক্তিঃ আগে থেকেই সব কিছু জানে এবং লড়াই করতে প্রস্তুত নয়।

সফল ব্যাক্তিঃ ভুল করলে স্বীকার করেন।
ব্যার্থ ব্যাক্তিঃ নিজের ভুল কখনই স্বীকার করেন না।

সফল ব্যাক্তিঃ বিবেচনা করে কথা বলেন।
ব্যার্থ ব্যাক্তিঃ যা মনে করে তাই বলে।

সফল ব্যাক্তিঃ কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যাবহার করে।
ব্যার্থ ব্যাক্তিঃ সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যাবহার করে।

Top Ads

Like This Article Please Take Five Seconds To Share It.