কম্পিউটারের সাধারণ জ্ঞান শিক্ষা !!!

গবেষকরা এবার উঠেপড়ে লেগেছেন কম্পিউটারকে সাধারণ জ্ঞান, মানেকমোন সেন্স’- শিক্ষিত করতে৷ কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে এই কম্পিউটার সিস্টেমের নাম দেয়া হয়েছে নেভার এনডিং ইমেজ লার্নিং বা এনইআইএল৷ সংক্ষেপে নাইল৷

চলতি বছরের জুলাই মাস থেকে সিস্টেমটি সপ্তাহের প্রতি দিন, ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেটে নানা ধরণের ছবি খুঁজতে শুরু করে৷ এই খোঁজের প্রথম ধাপে, ছবিগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিতসেটা ভেবে দেখার চেষ্টা করে সিস্টেমটি৷ এই কাজের উদ্দেশ্য হলো, কম্পিউটারের মধ্যে সাধারণ জ্ঞান তৈরি করা৷

কার্নেগি মেলন রোবোটিক্স ইনস্টিটিউটের অধ্যাপক অভিনব গুপ্ত বলেন, সিদ্ধান্ত নেয়ার জন্য যে কোনো বুদ্ধিমান প্রাণীর সাধারণ জ্ঞান থাকাটা জরুরি৷ তাইনাইল'-এর প্রথম কাজটাই ছিল ছবি দেখে দেখে সেগুলো বিশ্লেষণ করা৷ অর্থাৎ, মূলত ছবিগুলির আকৃতি এবং রং চেনার চেষ্টা করা৷ মাত্র চার মাসের মধ্যেই দেখা যায় যে, ২০০টি প্রসেসরের এই নেটওয়ার্ক ,৫০০টি বস্তু এবং ,২০০টি দৃশ্য চিহ্নিত করে ডটের মাধ্যমে এগুলোর মধ্যে একটা সম্পর্ক তুলে ধরেছে৷

তবে নাইল নামের এই সিস্টেমটা কিছু ক্ষেত্রে কিন্তু ভুলও করেছে৷ যেমন এটা বলেছে যে, অভিনেতারা জেলখানায় থাকতে পছন্দ করে৷ অধ্যাপক গুপ্ত বলছেন, কম্পিউটার নিজের মতো করে প্রত্যেকটি বিষয়স্তুর সাথে যোগসূত্র খুঁজে বের করে৷ উদাহরণস্বরূপ, ১৯৮৫ সালে কর্নেগি মেলনের গবেষকরা একটি কম্পিউটারকে দাবা খেলার জন্যপ্রোগ্রামিং' করেছিল৷ ১২ বছর পর সেটা নাকি একটি ম্যাচে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দেয়৷

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিশেষজ্ঞ ক্যাথরিন হাভাসি বললেন, মানুষ অনেকক্ষেত্রেই দ্রুত কোনো প্রশ্নের উত্তর দিতে পারে৷ কিন্তু কম্পিউটার সেসব প্রশ্নের উত্তর দিতে দীর্ঘ সময় নেয়৷ যেমন একটা জিরাফকে কি গাড়িতে নেয়া যাবে? এই প্রশ্নের উত্তর মানুষ খুব সহজেই দিতে পারে৷ কিন্তু কম্পিউটার সেক্ষেত্রে জিরাফের আকার, আয়তন, উচ্চতা সব পরিমাপ করে তারপর সিদ্ধান্ত নেয়৷

পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে অধ্যাপক গুপ্ত সন্তুষ্ট৷ ভবিষ্যতে নাইল ইউটিউব থেকে ভিডিওগুলোর মধ্যকার যোগসূত্র সম্পর্কে ধারণা দেবে বলে আশা করছেন তিনি৷

উল্লেখ্য, নেভার এনডিং ইমেজ লার্নিং (এনইআইএল) প্রকল্পটির অর্থায়ন করছে গুগল এবং যুক্তরাষ্ট্রের নৌ-গবেষণাগারের প্রতিরক্ষা বিভাগ৷



প্রযুক্তির আরো নতুন সব খবর জানতে এখানে ক্লিক করুনপ্রযুক্তির খবর
To Know New Tech Update Please Click Here – Tech News

Top Ads

Like This Article Please Take Five Seconds To Share It.