হেই ম্যান, টেক ইট ইজি হোয়েন ইউ রিড দিস নিউজ !!!!

** মেয়েটা খারাপ হলেও মনোভাব ভালো, কখনো কারো সাথে খারাপ ব্যাবহার করেনা, ঝগড়া করেনা, কি সুন্দর সবার সাথে মিষ্টি করে কথা বলে।

** ছেলেটার একটা গার্ল ফ্রেন্ড থাকলেও বউয়ের সাথে কখনো খারাপ ব্যাবহার করেনা, বউয়ের কোন ইচ্ছে অপূর্ণ রাখেনা এমনকি বউয়ের আত্মীয়-স্বজনরা তার আচরনে সন্তুষ্ট।

** লোকটা সন্ত্রাসী হলেও মনটা শিশুর মতন কোমল, মাইনষের সাথে কি সুন্দর ভাই- বেরাদারের মতন আচরন করে।

** মেয়েটা চুন্নী হলেও মানুষ হিসেবে খুব ভালো, চুরি করা (ও), ওটাতো একটা মানসিক সমস্যা মাত্র।

** ছেলেটা বাটপার হলেও মানুষটা খারাপ না, ওই এ বয়সে একটু আধটু করে আর কি, মাইনষের লগে সালাম-আলেক দিয়া কি সুন্দর কইরা কথা কয়।

** মেয়েটার চেহারাটা কি সুন্দর, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হিজাব পড়া ছাড়া বাসা থেকে বের হয়না, কতো নরম সুরে কথা বলে অথচ জামাইকে রীতিমত ব্ল্যাকমেইল করে জীবনতা জাহান্নাম করে দিচ্ছে।

** মেয়েটা বা ছেলেটা আদতে ভালো যদিও অন্যের বয়ফ্রেন্ড কিংবা স্বামী, গার্ল ফ্রেন্ড কিংবা স্ত্রী নিয়া টানাটানি করলো.........

এমন টেক ইট ইজি টাইপ চরিত্রের মানুষ আমাদের চারপাশ জুড়ে। সিন্ধান্ত আপনার কাছে। আপনি কতোখানি ছাড় দিবেন বা কতোখানি সহ্য করবেন!

একজন সফল ব্যাক্তি ও ব্যার্থ ব্যাক্তির মধ্যে পার্থক্য


সফল ব্যাক্তিঃ সর্বদা সমাধানের পথ দেখায়।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা সমস্যার কথাই ভাবে।

সফল ব্যাক্তিঃ সর্বদা প্রোগ্রাম করে বেড়ায়।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা ক্ষমা চেয়ে নিজেকে গুটিয়ে রাখে।

সফল ব্যাক্তিঃ আপনার জন্য কিছু করতে চায়।
ব্যার্থ ব্যাক্তিঃ আপনার জন্য কিছু করা “ওটা তার কাজ নয়” এই বলে বেড়ায়।

সফল ব্যাক্তিঃ প্রতিটি সমস্যার সমাধান সে জানে।
ব্যার্থ ব্যাক্তিঃ প্রতিটি সমাধানকে সে সমস্যা মনে করে।

সফল ব্যাক্তিঃ কঠিন কিছুর সম্ভাব্য সমাধান দিতে পারে।
ব্যার্থ ব্যাক্তিঃ কোন সম্ভাব্য কিছুকেও কঠিন মনে করে।

সফল ব্যাক্তিঃ সর্বোচ্চ চেষ্টা করে।
ব্যার্থ ব্যাক্তিঃ খুব কম চেষ্টা করে।

সফল ব্যাক্তিঃ প্রতিটি বালিয়াড়ির পাশে সবুজ ঘাস দেখতে পায়।
ব্যার্থ ব্যাক্তিঃ প্রতিটি সবুজ ঘাসের পাশে ২/৩ টি বালিয়াড়ি দেখে।

সফল ব্যাক্তিঃ উন্নতি সাধনে ক্রমাগত সাধনায় ব্রতী হয়।
ব্যার্থ ব্যাক্তিঃ যে কোন কিছুকে উপেক্ষা করে।

সফল ব্যাক্তিঃ সর্বদা সমস্যার কারণগুলো খুঁজে ও সমাধান করে।
ব্যার্থ ব্যাক্তিঃ সর্বদা সমস্যার জন্য কাউকে না কাউকে দায়ী করে।

সফল ব্যাক্তিঃ উন্নতি সাধনে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়।
ব্যার্থ ব্যাক্তিঃ আগে থেকেই সব কিছু জানে এবং লড়াই করতে প্রস্তুত নয়।

সফল ব্যাক্তিঃ ভুল করলে স্বীকার করেন।
ব্যার্থ ব্যাক্তিঃ নিজের ভুল কখনই স্বীকার করেন না।

সফল ব্যাক্তিঃ বিবেচনা করে কথা বলেন।
ব্যার্থ ব্যাক্তিঃ যা মনে করে তাই বলে।

সফল ব্যাক্তিঃ কঠিন তর্কে মোলায়েম বাক্য ব্যাবহার করে।
ব্যার্থ ব্যাক্তিঃ সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যাবহার করে।

বালিকার জন্য লেখা কবিতা - ২

কিছু মেঘ একা
কিছু বৃষ্টি অশ্রু
কিছু আলো বিবর্ণ
কিছু আধার অনন্ত
কিছু কষ্ট ফেরারি
কিছু আশা অপূর্ণ
কিছু তুমি আমি
আর কিছু পাগলামি
কিছু ভুলে যাওয়া
কিছু না পাওয়া
আর ছিল হতাশা
না পাওয়ার আশা
আশাগুলো বেঁচে থাক
তোমাকে ছাড়া যেমন আছি আমি

লিখেছেন স্টেশন মাস্টার। ফেইসবুক প্রোফাইল স্টেশন মাস্টার

বালিকার জন্য লেখা কবিতা - ১

তুমি জখন বারান্দায় দাড়াও
উড়িয়ে খোলা চুল
লুকিয়ে তোমায় দেখি আমি
ভেবো নাক ভুল
হঠাত করে আমার দিকে
তাকাও লিটল বিট
সত্যি বলছি বেড়ে যায় তখন
আমার হার্টবিট

লিখেছেন স্টেশন মাস্টার। ফেইসবুক প্রোফাইল স্টেশন মাস্টার

স্বপ্ন দেখি জিতবো বলে

খন সময় থমকে দাড়ায়
হতাশা তখন দুহাত বাড়ায়
জীবন তখন পিছিয়ে পড়ে
খন তোমায় মনে পরে
স্মৃতি গুলো দাপরে বেড়ায়
আমার মনের কোনার ঘড়ে
 
জীবন খন হাতছানি দেয়
আশায় বুক বাধতে চায়
নতুন স্বপ্ন দেখতে চায়
অনেক কিছু খুঁজতে চায়
হঠা করে কোথা থেকে
অজানা ভয়ে বুক কাপায়

তবুও আমি খুঁজতে থাকি
তুমি অসময়ে দাও ফাকি
ফাকিবাজির এই নিষ্ঠুর খেলায়
আমি শুধু একাই হারি
মনে অনেক আশা আমার
কখনো দি জিততে পারি

লিখেছেন স্টেশন মাস্টার। ফেইসবুক প্রোফাইল স্টেশন মাস্টার

মানুষ হতে চাই

ইচ্ছেটাকে লুকিয়ে রেখে
স্বপ্নগুলো আঁকড়ে ধরে
নতুন করে বাঁচব বলে
আশার আলো উকি মারে
চাঁদটাকে তাই সাথে নিয়ে
আলোর পথে হাটতে চাই

পথে আছে অনেক বাধা
রুখতে আমায় পারবেনা
তাঁরাগুলো সঙ্গী হবে
সূর্য দেবে প্রেরনা
হৃদয়ে আছে জয়ের নেশা
লড়াই করা ছাড়বো না

পথের যখন খানিক বাকি
হাতছানি দিয়ে ডাকবে বিজয়
পথ বলবে থামো পথিক
থামতে আমি পারবোনা
অনেক দামী স্বপ্ন আমার
ভাঙতে আমি পারবোনা

স্বপ্ন যখন অনেক বড়
আকাশটাকে ছুতে চাই
মূর্খ আমি তাতে কি
মানুষ যদি হতে চাই

লিখেছেন স্টেশন মাস্টার। ফেইসবুক প্রোফাইল স্টেশন মাস্টার

আজ বালিকার শুভ জন্মদিন



বালিকা তোমার জানলা এখন খোলা থাকেনা
তুমি কি আর রাতের বেলা আকাশ দেখনা
দেখতে যখন জানলায় বসে তারা ভরা আকাশ
মনের ভিতর বইত আমার সুশীতল বাতাস
আসতে যখন বারান্দাতে হাঁসতে তুমি খুব
তাঁরাদেরও হিংসে হতো রেগে দিত ডুব
ভয় পেয়োনা বালিকা  তুমি আছি তোমার পাশে
নিদ্রাহীন দুটি চোখে তোমার ছবিই ভাসে
বালিকা এখন বড় হয়েছে সুইট সিক্সটিন
অনেক অনেক শুভ কামনায় শুভ জন্মদিন

( ২৪শে নভেম্বর বালিকার শুভ জন্মদিন )

লিখেছেন স্টেশন মাস্টার। ফেইসবুক প্রোফাইল স্টেশন মাস্টার

Top Ads

Like This Article Please Take Five Seconds To Share It.