হারানো কবিতার খাতা
কবিতার খাতাটা হারিয়ে ফেলেছি, খুজে পাচ্ছিনা কোথাও
সেখানে লেখা ছিল অনেক স্মৃতি, কিছুটা কষ্টের, কিছুটা আনন্দের
তাই সেই স্মৃতিগুলো সাথে নিয়ে বেড়াইনা আর।
ছোট্ট সেই খাতাতেই লিখে রাখতাম মনের যত কথা
খুজে পাচ্ছিনা কোথাও আমার সেই প্রিয় কবিতার খাতা।
খাতাটি আমিই লুকিয়ে রেখেছিলাম
কারন কবিতাগুলো স্মৃতির মতই শুধু আমার
অন্য কারো পড়ার জন্য লিখিনি কবিতাগুলো
রেখেছিলাম সযতনে লুকিয়ে কোন এক গোপন স্থানে
ভেবেছিলাম সুযোগ পেলে পড়তে দেবো তোমায়
কতখানি ভালোবাসি তোমায়, পড়লে হয়ত বুঝতে পারতে
নিজের প্রয়োজনেই এখন খুজে পাওয়া যাচ্ছেনা খাতাটি।
কেন পাওয়া যাচ্ছেনা সেই কারন খুজতে চাইনা
খুজলেও হয়ত বের করা যাবেনা এই কেন এর উত্তর
যেমনটা পাওয়া যায়নি তোমার চলে যাবার কারন।
জানি এখন গলা ফাটিয়ে জানান দেবে
তোমার ফিরে আসার কথা, হ্যা তুমি ফিরে এসেছ
ফিরে আসতে অনেক দেরি করেছ লক্ষ্মীটি
তোমার সাথে এসেছে একটা ছোট্ট সুন্দর নীলপরী
পরীটার বয়স চার, পরীটা তোমাকে মা বলে ডাকে
তাইতো আরো বেশি প্রয়োজন কবিতার খাতাটি
নীলপরীটাকে শোনাতে চাই তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো
জানি বলবে এইটুকুন পিচ্চি কবিতার কি বুঝে, ঠিক বলেছ
পরীটা কবিতার কিচ্ছু বুঝেনা, কিন্তু দেখো আমার ভালবাসাটা ঠিক বুজবে
তোমায় যেয়ে বলবে আমার ভালোবাসার কথা, কি করবে তখন তুমি
আর তোমার মনে প্রশ্ন সে কি আমায় এখনো ভালোবাসে
উত্তরটা নাহয় তুমিই খুজে নিও।
লিখছেন আহমেদ যুবায়ের। ফেইসবুক প্রোফাইল আহমেদ যুবায়ের।
সেখানে লেখা ছিল অনেক স্মৃতি, কিছুটা কষ্টের, কিছুটা আনন্দের
তাই সেই স্মৃতিগুলো সাথে নিয়ে বেড়াইনা আর।
ছোট্ট সেই খাতাতেই লিখে রাখতাম মনের যত কথা
খুজে পাচ্ছিনা কোথাও আমার সেই প্রিয় কবিতার খাতা।
খাতাটি আমিই লুকিয়ে রেখেছিলাম
কারন কবিতাগুলো স্মৃতির মতই শুধু আমার
অন্য কারো পড়ার জন্য লিখিনি কবিতাগুলো
রেখেছিলাম সযতনে লুকিয়ে কোন এক গোপন স্থানে
ভেবেছিলাম সুযোগ পেলে পড়তে দেবো তোমায়
কতখানি ভালোবাসি তোমায়, পড়লে হয়ত বুঝতে পারতে
নিজের প্রয়োজনেই এখন খুজে পাওয়া যাচ্ছেনা খাতাটি।
কেন পাওয়া যাচ্ছেনা সেই কারন খুজতে চাইনা
খুজলেও হয়ত বের করা যাবেনা এই কেন এর উত্তর
যেমনটা পাওয়া যায়নি তোমার চলে যাবার কারন।
জানি এখন গলা ফাটিয়ে জানান দেবে
তোমার ফিরে আসার কথা, হ্যা তুমি ফিরে এসেছ
ফিরে আসতে অনেক দেরি করেছ লক্ষ্মীটি
তোমার সাথে এসেছে একটা ছোট্ট সুন্দর নীলপরী
পরীটার বয়স চার, পরীটা তোমাকে মা বলে ডাকে
তাইতো আরো বেশি প্রয়োজন কবিতার খাতাটি
নীলপরীটাকে শোনাতে চাই তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো
জানি বলবে এইটুকুন পিচ্চি কবিতার কি বুঝে, ঠিক বলেছ
পরীটা কবিতার কিচ্ছু বুঝেনা, কিন্তু দেখো আমার ভালবাসাটা ঠিক বুজবে
তোমায় যেয়ে বলবে আমার ভালোবাসার কথা, কি করবে তখন তুমি
আর তোমার মনে প্রশ্ন সে কি আমায় এখনো ভালোবাসে
উত্তরটা নাহয় তুমিই খুজে নিও।
লিখছেন আহমেদ যুবায়ের। ফেইসবুক প্রোফাইল আহমেদ যুবায়ের।